জিবিনিউজ 24 ডেস্ক//
বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। একজনকে বলা হয় বলিউড শাহেনশাহ, অন্যজন বাদশা। দুজনকে এক সিনেমায় খুব কমই দেখা গেছে। ২০০১ সালে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। পরবতীের্ত ‘ভূতনাথ’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এরপর আর কোনো সিনেমার তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে শিগগিরই তাদের আবারও একসঙ্গে এক সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
নিশ্চিত খবর না মিললেও গুঞ্জন ওঠেছে ‘ডন থ্রি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ-শাহরুখকে। এই জল্পনা আরও বাড়ে যখন অমিতাভ টুইটারে একটা ছবি দেন ডন দেখতে হলের বাইরে মানুষের জমানো ভিড়ের, যা মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে।
এ মুহূর্তে চলছে ‘ডন থ্রি’-এর স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা ‘ডন’-এর তৃতীয় সিক্যুয়েল নিয়ে আসার কথা ভাবছে খুব জলদি। আপাতত শাহরুখ ও অমিতাভকে একসঙ্গে নিয়ে আসার চেষ্টার খবর থাকলেও, রণবীর সিং-এর নামও রয়েছে তালিকায়। নতুন ‘ডন’ হিসেবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন