ইবনে জামান।। ঢাকা:
হবিগঞ্জ এসোসিয়েশন, ঢাকা
বন্যা উপদ্রুত এলাকায় ১০ লক্ষ টাকা মূল্যের ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। হৃদয়বান ও দানশীল মানুষের আর্থিক সহযোগিতা পাওয়া গেলে আরো বেশি পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হবে। গত ২১ তারিখ সন্ধ্যায়
অনুষ্ঠিত হবিগঞ্জ এসোসিয়েশনের কার্যনির্বাহী
কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ এসোসিয়েশন ও তরফদার ফাউন্ডেশন,ঢাকা যৌথভাবে এই ত্রাণ সহায়তা দিবে। উক্ত সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ তাৎক্ষণিক ১ লক্ষ ৭৪ হাজার টাকা দান করেন।
তরফদার ফাউন্ডেশন,ঢাকা প্রতিশ্রুতি মোতাবেক ২২ জুন ৩ লক্ষ দান করেছেন।
ইতিমধ্যেই ত্রাণের খাদ্য সামগ্রী ক্রয় ও প্যাকেট করার প্রস্তুতি শুরু হয়েছে।
কোনো কোনো উপজেলায় রান্না করা খাবারও দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।
হবিগঞ্জ এসোসিয়েশনের এই ত্রাণ সহায়তা কার্যক্রমে সাধ্যমতো আর্থিকভাবে সহযোগিতা করার জন্য দেশে বিদেশে অবস্থানরত দানশীল ও হৃদয়বান সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন