জিবিনিউজ 24 ডেস্ক//
মুখের অর্ধেকটা পাগড়ি দিয়ে ঢাকা। চোখে কালো ফ্রেমের চশমা। সেটারও একটা কাঁচ নেই। কাঁচের আড়ালে ঘোলাটে একটা চোখ, আর পাকা দাড়ি। গতকাল থেকে এমনই একটি ছবি ঘুরছে ইন্টারনেটে।
হঠাৎ দেখে অনেকের মনে প্রশ্ন আসছে, এই কি সেই ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর অমিতাভ বচ্চন?
না, আসলে তিনি অমিতাভ নন। উনার নাম ‘শাবুজ’, একজন আফগান উদ্বাস্তু, যিনি এখন পাকিস্তানে থাকেন। খ্যাতনামা ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই আফগান শরণার্থীর ছবিটি শেয়ার করেন, আর সেটাই পরে ভাইরাল হয়। এই আফগান শরণার্থীর সঙ্গে অমিতাভের ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর লুকের এমন মিল দেখে অবাক হচ্ছেন মানুষ।
এই ছবির নিচে এক ব্যক্তি লিখেছেন, প্রথমে দেখে আমি ভেবেছিলাম, উনি অমিতাভ বচ্চন। আরও একজন লিখেছেন, আমি ভেবেছিলাম, এটা অমিতাভ বচ্চনের পরবর্তী কোনো ছবির লুক। কারও প্রশ্ন, উনি সত্যিই অমিতাভ বচ্চন নাকি? কেউ আবার এই ছবির সঙ্গে বিগ বি-র ছবি ‘গুলাব সিতাব’র লুকের মিল পেয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন