জিবিনিউজ 24 ডেস্ক//
প্যারিস বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-৩ এ রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আলিফ আব্দুর রহমান ১/৬৪ রাউন্ড থেকে বিদায় নেন।
আজ (বুধবার) রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আলিফ আব্দুর রহমান ৪-৬ সেট পয়েন্টে সুইডেনের আরচ্যার সুবার কাছে হারেন। হাকিম আহমেদ রুবেল ৬-৪ সেট পয়েন্টে স্লোভেনিয়ার আর্নেস লুকার বিপক্ষে জেতেন।
একই সেট পয়েন্টে সাগর ইসলাম পুয়ের্তোরিকোর আদ্রিয়ানকে পরাজিত করেন। বাংলাদেশি আরচ্যারদের মধ্যে এই ইভেন্টে সহজ জয় পেয়েছেন রোমান সানা। দক্ষিণ আফ্রিকার উইয়ানকে ৬-০ সেটে সরাসরি পরাজিত করেন।
নারী রিকার্ভে আজ এলিমেশন রাউন্ড শুরু হয়। র্যাংকিং রাউন্ডে দিয়া সিদ্দিকী ৪৩, নাসরীন আক্তার ৬৭ ও ফাহমিদা সুলতানা নিশা ৭৬তম হন।
দলগত পুরুষ ইভেন্টে ২৮ দলের মধ্যে ১৪, মহিলা দলগতে ১৯ দলের মধ্যে ১৯ ও মিশ্র দলগতে ২৮ দলের মধ্যে ১৪তম র্যাংকিং অর্জন করেছে। আগামীকাল (বৃহস্পতিবার) দলীয় ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ এই বিশ্বকাপে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নিচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন