জিবিনিউজ 24 ডেস্ক//
মার্কিন কমেডিয়ান বিল কসবির বিরুদ্ধে ১৯৭৫ সালে ১৬ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই ঘটনায় মামলাও দায়ের হয়। সেই মামলায় বিল কসবির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণের রায় দিয়েছে আদালত।
১৬ বছর বয়সে নিপীড়নের শিকার ওই কিশোরীর বর্তমান বয়স ৬৪। এই নারীর নাম জুডি হুথ। ২০১৪ সালে মামলাটি করেছিলেন তিনি।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৭৫ সালে তাকে এবং তার এক বন্ধুকে লস এঞ্জেলেসের প্লেবয় ম্যানশনে দাওয়াত দিয়েছিলেন কসবি। ফ্যামিলি কমেডি শো-তে জনপ্রিয়তার সুবাদে ‘অ্যামেরিকা’স ড্যাড' হয়ে ওঠা কসবির বয়স তখন ৩৭ বছর আর জুডির মাত্র ১৬। ওই বয়সে একজন প্রিয় তারকা অভিনেতার যৌন নিপীড়নের শিকার হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জুডি। ধীরে ধীরে তা সামলে নিয়ে ঘটনাটি প্রায় ভুলেও গিয়েছিলেন। কিন্তু প্রায় ছয় দশক পর কসবির বিরুদ্ধে একে একে অনেক অভিযোগের খবর গণমাধ্যমে আসায় নিপীড়নের অভিজ্ঞতা আবার মনে পড়ে যায়।
আদালতকে জুডি রুথ জানান, এক সময় ট্রমার পর্যায়ে চলে গিয়েছিল ব্যাপারটা। তাই ২০১৪ সালে সুবিচারের আশায় মামলা করেন। টানা সাত বছরের আইনি লড়াই শেষে অবশেষে রায় পেয়েছেন জুডি।
রায়ের পর জুডি বলেছেন, ব্যাপারটা (সাত বছর ধরে মামলা চালিয়ে যাওয়ার) ছিল রীতিমতো নির্যাতনের মতো। তবে শেষ পর্যন্ত যে রায়টা পেয়েছি তা আমার কাছে বিশাল এক জয়ের মতো।
রায়ের সময় বিল কসবি আদালতে ছিলেন না। তার আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।
বিল কসবির বিরুদ্ধে এ পর্যন্ত অন্তত ৫০ জন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ দশক ধরে বিভিন্ন কৌশলে নারীদের ঘনিষ্ঠ হয়ে যৌন লালসা চরিতার্থ করেছেন কসবি। ২০১৮ সালে এক মামলায় কারাদণ্ডও হয় তার। তবে প্রক্রিয়াগত ত্রুটির কারণে কারাদণ্ডাদেশ বাতিল হলে ২০২১ সালে তিনি মুক্তি পান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন