জিবিনিউজ 24 ডেস্ক//
কয়েক মাস ধরেই খাবারের দাম বাড়তে থাকায় ৪০ বছরের রেকর্ড ভেঙেছে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি। দেশটি গেল মাসে (মে) মুদ্রাস্ফীতি ছিল ৯.১ শতাংশ।
১৯৮২ সালের মার্চের পর এবারই প্রথম যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি এতো খারাপ পর্যায়ে পৌঁছেছে।
মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ স্টার্লিংয়ের মানও কমছে তরতরিয়ে। এই ঊচ্চ মুদ্রাস্ফীতিকে অনেক বিনিয়োগকারই ঝুঁকিপূর্ণ মনে করছেন। তারা বলছেন, ঊচ্চ দামে জ্বালানি আমদানি ও ব্রেক্সিটের চলমান প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসায়িক কার্যক্রমকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
গবেষণা প্রতিষ্ঠান রেজ্যুলেশন ফাউন্ডেশনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জ্যাক লেসলি বলেন, ‘অর্থনীতির বর্তমান হালচাল খুবই অস্পষ্ট, কেউ জানে না এই মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে, আর কতোদিন এটা স্থায়ী হবে।’
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে চলতি বছরের অক্টোবরে এই মুদ্রাস্ফীতির হার ১১ শতাংশে পৌঁছাতে পারে। তাই জ্বালানি ও গৃহস্থালি খরচ আরও বাড়তে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন