জিবিনিউজ 24 ডেস্ক//
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি মরহুম পংকি খানের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশনেন।
সংগঠনের সভাপতি মো: মতছির খান, সাধারণ সম্পাদক মো: মিছবাহ উদ্দিন ও ট্রেজারার আজম খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম। দোয়া মাহফিলে মরহুম পংকি খান সহ গত দুই বছরে প্রয়াত ৪ ট্রাস্টি যথাক্রমে ফাউন্ডার ট্রাস্টি মরহুম আব্দুল কাদির, মরহুম তোয়াহিদ আলী, মরহুম মোহাম্মাদ তৈয়বুর রহমান এবং মরহুম মোহাম্মদ তাহির আলী সহ আরও যে সকল ট্রাস্টি বৃন্দ ইন্তেকাল করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত এর জন্য মোনাজাত করা হয়। এছাড়া সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যা দুর্গতদের জনদুভোর্গ লাগবে মহান আল্লাহর সাহায্য কামনা হয়।
এসময় সংগঠনের বর্তমান কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ তাহির উল্লা, আখলাকুর রহমান, মোহাম্মদ আলী মজনু, মানিক মিয়া, কদর উদ্দিন, শাহ জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার, কবির মিয়া।
সাবেক চেয়ারপার্সন আব্দুল হামিদ শিকদার, শাহ আজিজুর রহমান, আব্দুর রুফ, এ কে এম সেলিম, মানিক মিয়া, তাছাড়া আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ট্রাস্টি আবুল কালাম আজাদ, আলহাজ্ব হাসন আলী, আব্দুল হাই, লোকমান হোসেন,মজমিল আলী, মনির উদ্দিন বশির, শেখ মোদাব্বির হোসেন, শামসুদ্দিন শামস, ইমরান খান, ওয়ারিছ উদ্দিন, মোহাম্মদ মোহাব্বত শেখ, ডক্টর মুজিবুর রহমান, নুরুল ইসলাম, আব্দুল গফুর,গৌছ খান, গুলজার খান, মনির উদ্দিন, কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর ফলিক চৌধুরী,আব্দুল গফুর, এ কে এম ইয়াহিয়া, হাসিনূজ্জামান নুরু, মোবারক আলী, আব্দুন নূর, মোঃ আফছার মিয়া ছুটু, গিয়াস মিয়া, তৈয়বুর রহমান, শামীম আহমদ, নুর উদ্দিন, ওয়াহিদ আলী, শেখ মোবাশ্বের আলী, মোঃ সাদেক আলী,মদরিছ আলী মোফাজ্জুল, হামদু মিয়া, মোঃ আব্দুস সোবহান, মোঃ আতিকুর রহমান, আব্দুর রহিম রঞ্জু, খালেদ খান, নুরুল ইসলাম, আশিকুর রহমান, মকদ্দুছ আলী, জাকির হোসেন কয়েছ, আব্দুল হামিদ খান সুমেদ, আব্দুল বাসিত রফি, আব্দুল্লাহ আল মামুন, ফয়জুর রহমান, কমিউনিটি নেতা এস আই খান, মুহিব চৌধুরী, সিরাজুল ইসলাম প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন