পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত

এস এম ফজলু || জিবি নিউজ || মৌলভীবাজার ||

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করছে জেলা ও উপজেলা প্রশাসন। 

শনিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে  বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিত করে পরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে বেলুন উড়ানো, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এইসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ রাজনীতিবদেরা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, কৃষক এবং নানা প্রান্তের মানুষজন উপস্থিত ছিলেন। 

এছাড়া বিকাল ৩ টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বন্যার্তদের মধ্যে বিশেষ ত্রাণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়। এই সময় বন্যায় ক্ষতিগ্রস্থ্য জেলার পাঁচটি উপজেলায় মোট ২৫০০ হাজার পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এই সময় জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে এই সামগ্রী গুলো হাতে তুলে দেন।

উল্লেখ্য, ২০১২ সালে বিশ্বব্যাংক কথিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যাওয়ার পর সংস্থাটিকে অনুসরণ করে আরও তিনটি দাতা সংস্থা পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায়। বস্তুত এ সেতু নির্মাণে দেশ ও দেশের বাইরে থেকে এসেছে নানা বাধা। শেষ পর্যন্ত সব ষড়যন্ত্র পেছনে ফেলে স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে। নিজেদের উদ্যোগ ও অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের সাহসী পদক্ষেপ বিশ্বে আমাদের সক্ষমতার বিষয়ে নতুন ধারণার জন্ম দিয়েছে। এজন্য এই সেতু আমাদের কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন