যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবীতে আলতাব আলী পার্কে সমাবেশ

gbn

 

আনসার আহমেদ উল্লাহ


পবিত্র ঈদ ইসলাম ধর্মীয় অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও বাঙালি  মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী। এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন।

যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি একটি যৌথ সামাজিক আন্দোলন শুরু করেছে। কমিউনিটিতে সামাজিক প্রচারণার অংশ হিসাবে ২২ জুন বুধবার আলতাব আলী পার্কে এক সমাবেশ এর আয়োজন করা হয়। কমিউনিটির বিশিষ্ট সংগঠক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশে উচ্চারিত হয়েছে- যুক্তরাজ্যে ঈদের ছুটি‘র দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের মালিকদের সদিচ্ছাই যথেষ্ট।

গত ২২জুন বুধবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- সমাবেশ পরিচালনা করেন এই সামাজিক ক্যাম্পেইনের সমন্বয়ক ৫২বাংলা সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি। ক্যাম্পেইন সম্পর্কে ভূমিকা বক্তব্য রাখেন অপর সমন্বয়ক ও ৫২বাংলা টিভির হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ভিপি ছরওয়ার আহমদ। কার্যক্রমটির বিস্তারিত তুলে ধরেন সাপ্তাহিক পত্রিকা সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী। মো. এমদাদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা বাংলাদেশী কমিউনিটির সর্বত্র ক্যাম্পেইনটি ছড়িয়ে দিতে চাই।এরই অংশ হিসাবে আজকের এই সমাবেশ। কমিউনিটির সকল শাখার মানুষদের সদিচ্ছাটি জাগ্রত করাই আমাদের মূল উদ্দেশ্য।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল। তিনি বলেন, বহু ভাষা ও জাতির ব্রিটেনে প্রত্যেক জাতি গোষ্টির বিশেষ উৎসব দিনে ছুটি পাওয়া তার অধিকার। অন্যান্য জাতিগত মানুষের তাদের উৎসব দিনে ছুটি থাকলেও বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানে ঈদের ছুটি দেয়া হয়না। এবং এটি বাস্তবায়ন করার দাবীটি মূলত উপেক্ষিত হচ্ছে মালিক পক্ষ থেকে। এটি বাস্তবায়নে কমিউনিটির সকল শাখার মানুষের সমন্বিত ভয়েস জরুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি নেতা রফিকুল্লাহ,বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল বাছিত, সেন্টার ফর ব্রিটিশ বাংলাদেশ পলিসি ডায়লগ( সিপিবিডি) মুখপাত্র ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের ট্রেজারার আব্দুল মুনিম জাহেদী ক্যারল,বাংলাদেশী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমান,লন্ডন বাংলা প্রেসক্লাব এর সাবেক ট্রেজারার সাংবাদিক আ স ম মাছুম ও নির্বাহি সদস্য আহাদ চৌধুরী বাবু, বিলেতে বঙ্গবন্ধুর ভাস্কর্ ‘র প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদ আফসার খান ছাদেক, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক আব্দুল বাসির, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও প্রবীন কমিউনিটি সংগঠন মো: আসাব আহমদ, টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস শুকুর, হাওয়া টিভির সিইও রুমানা আমান প্রমুখ।
বক্তারা যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই- শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভির যৌথ সামাজিক আন্দোলনের সাথে একাত্নতা প্রকাশ করে বলেন, বিশেষ করে, কমিউনিটির প্রবৃত্তির ব্যাকবউন খ্যাত কারী ইন্ড্রাস্টিতে কাজ করা শ্রমিকদের ছুটি দীর্ঘদিন থেকে উপেক্ষিত হয়ে আসছে। ঈদের মাত্র দুই দিনের জন্য ক্যাটারার্স নেতৃবৃন্দ একটি সমন্বিত উদ্যোগ নিলে এই দাবি অত্যন্ত পজিটিভভাবে বাস্তবায়ন সম্ভব।

এছাড়াও বাংলাদেশী মালিকানাধীন অসংখ্য প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণার দাবীটি বাস্তবায়নের আহবান জানিয়ে বক্তারা বলেন- এটা ধর্মীয় দিক বিবেচনায় যেমন একটি পাপ তেমনি মাল্টিকালচারালা ব্রিটেনের নাগরিকের অধিকার খর্ব করার মতো অপরাধের শামিল। বক্তারা কমিউনিটির প্রতিনিধিত্বশীল ব্যবসায়ী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং কমিউনিটির নেতৃবৃন্দকে ঈদের ছুটির দাবী বিষয়ে তাদের মতামত ও পরামর্শ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলকে বিস্তারিত অবহিত করার প্রতি গুরুত্ব দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন