ছাতকে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ এর এসপি

gbn

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে

ছাতকে ৩শ' বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮। সোমবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের সুরমা নদীর তীরে অবস্থিত শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ এর পুলিশ সুপার রওশনুজ্জামান। বিতরণকৃত প্রতিটি প্যাকে ছিল চাল, ডাল, আলু, চিড়া ও খাবার স্যালাইন। 

 

এসময় ছাতক থানার ওসি (তদন্ত) আব্দুল আউয়াল, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ এর উপ-পরিদর্শক আব্দুল জলিল, উপ-পরিদর্শক আমির হোসেন সোহেল, এএসআই রতন, এএসআই তৌহিদ ও মজিবুর, কনস্টেবল সাইফুল, রাজিব, রাকিব, ইমরান ও মিস্টার, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, সদস্য মোশাহিদ আলী ও আরিফুর রহমান মানিক, ইউপি সদস্য নুরুল হক, এলাকার লিয়াকত আলী, শাহিনুর রহমান, রিয়াজ আলী, রজব আলী, আব্দুল হান্নান খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার রওশনুজ্জামান বলেন, ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের প্রতিটি জেলা প্রায় বিপর্যস্ত। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের জন্য খাবার বিতরণ অব্যাহত রয়েছে। সরকারের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বন্যা দূর্গত মানুষের মাঝে। সরকারের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সকল বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন