সিলেটে বাড়ছে নদ-নদীর পানি আবারও বন্যায় ভয়াবহ রূপ ধারণ করতে পারে

আবুল কাশেম রুমন,সিলেট: চতুর্থ বারের মত সিলেটে আবারও বন্যার হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বন্যার করালগ্রাসে বিপর্যস্ত করে পুরো সিলেট। জুনের মধ্যভাগে আসা বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। তবে নদ-নদীর পানি কিছুটা কমায় মানুষের মধ্যে স্বস্তি ছিল খানিকটা। সেই স্বস্তি কিছু দূর হলেও। আবারও বাড়ছে সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। অবশ্য কুশিয়ারার পানি বাড়ছে ধীরে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনের তথ্য থেকে মিলেছে এমন তথ্য।

পাউবো জানায়, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ছিল ১০.৫৯  সেন্টিমিটার। বুধবার (২৯ জুন) দুপুর ১২টায় দাঁড়িয়েছে ১০.৭৫ সেন্টিমিটার।

এ নদীর পানি কানাইঘাট পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ১৩.৩৫ সেন্টিমিটার ছিল। বুধবার দুপুরে হয়েছে ১৩.৬৪  সেন্টিমিটার। বিপৎসীমার দশমিক ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি।

কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১.১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপজ্জনকভাবে বইছে। এখানে বিপৎসীমার দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি।

কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ছিল ৮.০২ সেন্টিমিটার বুধবার দুপুরে হয়েছে ৮.০৩। এ নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে মঙ্গলবারের মতো আজও ১০.৪৮ সেন্টিমিটারে রয়েছে।

কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি মঙ্গলবার সন্ধ্যায় ছিল ১৩.৬০ সেন্টিমিটার। বুধবার দুপুরে হয়েছে ১৩.৯০ সেন্টিমিটার।

ঈানি বেড়েছে গোয়াইনঘাটের সারি নদীতে। ওই নদীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পানিসীমা ছিল ১০.৭৮  সেন্টিমিটার বুধবার দুপুর ১২টায় হয়েছে ১১.৭৪ সেন্টিমিটার।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন