জিবিনিউজ 24 ডেস্ক//
জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয়বারের মতো মা হয়েছেন। বুধবার (২৯ জুন) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
গত ২৭ জুন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে ভর্তি হন ন্যান্সি। বুধবার বিকালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। মা ও মেয়ে সুস্থ আছে। তবে বাচ্চার ওজন খানিকটা কম বলে জানা গেছে।
গত বছর আগস্টের শেষ সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গীতিকবি মহসীন মেহেদী ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ সংসারে তাদের এটাই প্রথম সন্তান।
২০০৬ সালে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এ সংসার ভাঙনের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন তিনি। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি-জায়েদ। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন