শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন

জিবিনিউজ 24 ডেস্ক//

ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে মানববন্ধনের আয়োজন করে শ্রীমঙ্গলে কর্মরত শিক্ষকদের প্রতিনিধিত্বকারী কয়েকটি সংগঠন।

শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক নোমান আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলার বেসরকারি শিক্ষক সমিতির সদস্য সচিব শামসুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, ঝলক কান্তি চক্রবর্তী, অয়ন চৌধুরী, বিপ্লব কান্তি দাশ, কামরুল হাসান, বিমান বর্ধন, জহর তরফদার, রহিমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। এই শিক্ষকদের উপর এরকম হামলা নির্যাতন নিপীড়ন কোনভাবেই কাম্য নয়। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর বিভিন্ন অভিযোগ তুলে হামলা করা হচ্ছে ক্ষেত্র বিশেষে হত্যা পর্যন্ত করে ফেলা হচ্ছে, এসব ঘটনার সুষ্ঠু বিচারের অভাবেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিক্ষক উৎপল কুমার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কাজ সরকারকেই করতে হবে এবং শিক্ষক স্বপন কুমার রায় কে হেনস্থাকারীদের আইনের আওতায় আনতে হবে অন্যথায় আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করবো।

এ সময় মানববন্ধন থেকে শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, প্রাথমিক শিক্ষা পরিবার শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখা, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বিবেকী তারুণ্য শ্রীমঙ্গল, দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠন একাত্মতা পোষণ করে।

এদিকে একই ঘটনার প্রতিবাদ বিকেলে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শ্রীমঙ্গল শাখা। সংগঠনের সভাপতি রনি সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাধীন দেবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আমীরুজ্জামান, কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জলি পাল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম দাশ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন