জিবি নিউজ || কানাডা ||
বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্টা (BHESA) কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনের রুন্ডল পার্কে ২৫ জুন, ২০২২ একটি কমিউনিটি পিকনিকের আয়োজন করেছে।
পিকনিক এবং শিশুদের উৎসবটি ছিল পুরো পরিবারের জন্য খেলাধুলা মূলক কার্যকলাপ, প্রতিযোগিতা, গেমস, জাতিগত খাবার এবং অনেক মজার ।
দিনভর BHESA এর কর্মসূচি ছিল পথপ্রদর্শক, এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী ও শিশুদের পুরস্কৃত করা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্টার (বেসা) সভাপতি আহসান উল্লাহ। দেলোয়ার জাহিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের, কানাডা ইউনিট কমান্ড নির্বাহী, ম. লস্কর, প্রাক্তন সভাপতি বেসা, মেসবাহুল ইসলাম ফারুক, মোস্তফা হাসান নাসির (কবি) ও অ্যাডভোকেট আরিফ খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিনোদনমূলক কার্যকলাপের জন্য একটি সুন্দর পরিবেশে নিম্নলিখিত নির্বাহীরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন- মির্জা বশির, আনামুর রহমান, তাহমিনা কালাম, ফারজানা ইসলাম, চামিলি লস্কর, সাইফুর হাসান, সাদিক হুদা, কাউসার খন্দকার, সঞ্জীব চৌধুরী, জাভেদ হক, রাজীব চৌধুরী ও সোনিয়া ইসলাম প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন