চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি যন্ত্রাপাতি এবং বিন্যমূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার(৩ জুলাই) উপজেলা পরিষদে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য দেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে গ্রæপভিত্তিক কৃষকদের মাঝে ৯টি পাওয়ার টিলার ও একটি স্প্রে মেশিন বিতরণ করা হয়। এছাড়া দেড় হাজার কৃষকের প্রত্যোকের মাঝে রোপা আমন ও পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন