ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী যৌথভাবে উদযাপন

জিবি নিউজ || লন্ডন ||

১লা জুলাই ১৯২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা একদা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী যৌথভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়  অ্যালামনাই ইন দ্য ইউ কে আগামী তিন মাস ব্যাপি বিভিন্ন অনুস্ঠান মালার আয়োজন করেছে। তারই  শুভ সুচনা ও উদ্বোধন করা হয় গত কাল ১ লা জুলাই শুক্রবার বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার দিনে একটি বর্নাঢ্য রালী ও সমাবেশের মাধ্যমে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযাদ্ধা দেওয়ান গৌস সুলতান এবং সাধারন সম্পাদক ইসমাইল হোসেনের নেত্বৃত্বে বর্নাঢ্য এ রালীটি বাদ্যযন্ত্র বাজিযে গান গেযে ব্রিকলেন ঘুরে আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। স্থানীয় ও পথচারীরা বিভিন্ন ধ্বনি করে হাত নেডে র‍যালীর প্রতি সমর্থন জানান। 

র‍্যালীতে অংশগ্রহন করেন সর্ব জনাব এস বি ফারুক,আব্দুর রাকীব, মারুফ আহমেদ চৌধুরী, ছহুল আহমেদ, প্রশান্ত পুরাকায়স্ত বিইএম,কামরুল হাসান, আবুল কালাম,সৈয়দ মোস্তাফিজুর রহমান, আসহাব বেগ,সৈয়দ এনামুল ইসলাম, এ বাসিত চৌধুরী কামরান,মাহারুন মালা, মিজানুর রহমান, এমকে মিলন, সৈয়দ জাফর, রীপা রাকিব, ফখরুল ইসলাম মিসবাহ, কাজী কল্পনা, সৈয়দ ইকবাল, সামিনা দেওয়ান, বেলাল রশীদ, সুপ্রভা সিদ্দীকি, শাহ আকবার আলী, শাহরিয়ার হোসেন, নাজমুল হোসেন সহ বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ।

আলতাব আলী পার্কের সমাবেশে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান-নাচ করেন। এতে শহীদ মিনার ও পার্কে আগত কিছু দর্শনার্থীদেরও যোগ দিয়ে উল্লাস করেন। এ অনুষ্ঠানে তিন মাস ব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের সভাপতি দেওয়ান গৌস সুলতান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন