ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||
গাইবান্ধার সাদুল্যাপুরের শেখ দই একনামে এলাকাবাসী চেনেন,সেই শেখ দই এর মালিক জরিপ শেখ জামালপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের বাসিন্দা। প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব একটা নাই বললেই চলে।অত্যন্ত মেধাবি ও চৌকস, তার সফলতা চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা। আমাদের এই কৃতি সন্তান
১জুন ২০২২ সাদুল্লাপুর তথা গাইবান্ধার মুখ উজ্জল করে ছিনিয়ে এনেছে এক বিষ্ময়কর সম্মাননা। বিশ্ব দুগ্ধ দিবসে দেশের বড় বড় দুধ প্রক্রিয়াজাতকরন কোম্পানির সহিত প্রতিযোগিতা করে- দেশ সেরা ১০ জনের মধ্যে ১জন "ডেইরি আইকন" হিসেবে নির্বাচিত হয়েছে জরিপের মালিকানাধীন প্রতিষ্ঠান "শেখ দই ঘর"। পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকার চেক, ক্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহন করছেন শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী মহোদয়ের নিকট থেকে। পুরস্কার পেয়ে জরিপ শেখ সরাসরি দেখা করতে যায় আমাদের এলাকার মানুষের সুখ দুঃখের কান্ডারী সদ্য হাস্যজ্জল দৈনিক ভোরের ডাক পত্রিকার জেনারেল ম্যানেজার মাকছুদার রহমানের সাথে জরিপ শেখ জানান এই মাকছুদ ভাইয়ের প্রচেষ্টায় আজ আমার এ পুরস্কার অর্জন। আমি গর্বিত মাকছুদ ভাইয়ের জন্য। সবাই দোয়া করবেন শেখ দই এর সুনাম যেন অক্ষুন্ন রেখে আরো সামনে এগিয়ে যেতে পারি। সাদুল্লাপুর বাসীর মুখ উজ্জল করে দেয়ার জন্য, স্যালুট জানাই জরিপ শেখ কে। যুগ যুগ সুনাম ধরে রাখো শেখ দই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন