গোপালগঞ্জ প্রতিনিধি ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাপ্রধানের পক্ষে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দুঃস্থ ও দরিদ্র মানুষের মঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি) এর পক্ষে টুঙ্গিপাড়া উপজেলার সর্বমোট ১ হাজার দুঃস্থ মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরন করে। উপহার স্বরুপ দেওয়া সকল প্যাকেটের মধ্যে ছিল পোলাও’র চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল। জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া এর সার্বিক তত্ত¡াবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রম আয়োজন করে। যশোর সেনানিবাসের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে উক্ত উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হোসেন টুটুল'সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন