বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে ইউকে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন

বদরুল মনসুর ||

 মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা,বৃটেনের  কার্ডিফ  বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে গ্রেটার সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যার্থে  ৬ টি স্থানে প্রায় এক হাজার মানুষের মাঝে  ৬ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বৃটেনের  কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে গতকাল সংগঠনের বোর্ড অব ডিরেক্টরসদের  এক সভা গত রোববার  চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান  এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আলহাজ্ব কেরামত আলী, বোর্ড অব ডিরেক্টরস  ট্রাষ্টিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, শফিক মিয়া,  শেখ মোহাম্মদ আনোয়ার,  মুজিবুর রহমান মুজিব,  রকিবুর রহমান,  মাহমুদ মিয়া চৌধুরী,  মাহমুদ হোসাইন ও এম নজির উদ্দিন,  

সভার সীদ্ধান্ত অনুযায়ী গ্রেটার সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যার্থে  সিলেট,  সুনামগজ, মৌলভীবাজার,  হবিগঞ্জ  এর নবিগঞ্জ ,বিশ্বনাথ, ওসামানীনগর, ও ছাতক সহ  ৬ টি স্থানে প্রায় এক হাজার মানুষের মাঝে  ৬ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করার যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য ৫  জন সম্মানিত ডিরেক্টরবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও  সংগঠনের একটি প্রতিনিধিদল নিজ খরছে বাংলাদেশে গিয়ে নিজ হাতে অসহায় ও নিডি পরিবারবর্গ এর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে সীদ্ধান্ত গৃহীত হয়েছে। 

 এ ছাড়াও সভায় সংগঠনের পক্ষ থেকে কাডিফ কাউন্টি কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলারবৃন্দকে  আগামী মাসে সংবর্ধনা প্রদানের ও সীদ্ধান্ত সর্বসম্মতিক্রমে  পাশ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন