মৌলভীবাজারে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার

জিবি নিউজ ডেস্ক ।।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিদের ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা ও নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাইকরণ এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে স্বাস্থ্য সুরক্ষা পাওয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ( ৬ জুলাই) পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাসের মোহাম্মদ রিক আবদার,জেলা পরিষদের প্রশাসক মিছবাউর রহমান।

এ সময় বক্তব্যে রাখেন, মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলাম,সুলতানপুর জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা ।

এ সময় প্রধানমন্ত্রী ও মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ২শত ২০ জন ইমাম ও মুয়াজ্জিদের ঈদ উপহার দেয়া হয়েছে। প্রত্যেক ইমামকে আর্থিক সহায়তা ৩ হাজার টাকা থেকে ২৫শ  ও ১৫শ করে টাকা দেয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এ পরিস্থিতিতেও সব পেশার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে। আসন্ন ঈদে নির্দিষ্ট স্থানে কুরবানীর পশু জবাই এবং করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতায় ইমাম-মুয়াজ্জিনদের সহযোগীতা ।

পরে অতিথিরা খতিব, ইমাম ও মুয়াজ্জিদের ঈদ উপহার তুলে দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন