মৌলভীবাজারের পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে বৃক্ষরোপণ

জিবি নিউজ ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে মৌলভীবাজারের বিভিন্ন মন্দির ও দেবালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে মনুমুখ ইউনিয়ন এবং খলিলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির ও দেবালয়ের প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গানের চারা রোপন করা হয়।

 

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি দেব, সাধারণ সম্পাদক সুমেশ দাস যীশু, শেখর দও পুলক, বিজয় দাসগুপ্ত, উজ্জল ধর, নির্মল দেব, সুদর্শন দেব, উৎফল ভৌমিক ও তপু ভৌমিক সহ সদর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা। পরে মনুমুখ ইউনিয়ন এবং খলিলপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমেশ দাস যীশু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে মনুমুখ এবং খলিলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।

পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন মন্দির ও দেবালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন