মাননীয় সাংসদ সদস্য সেলিমা আহমদ মেরি এম পির শুভ জন্মদিন উদজ্বাপন

মোহাম্মদ সেলিম  আরব আমিরাত  ||

গত ৬ই জুন বুধবার  দুবাইয়ের আজমানে স্পাইসি হাউজের হল রুমে কুমিল্লা ২ হোমনা তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোশক মাননীয় সাংসদ সদস্য সেলিমা আহমদ মেরি এম পির শুভ জন্মদিন উদজ্বাপন 

  ও সংগঠনের নতুন কমিটির অনুষ্টান আয়োজন করা হয়েছে । অনুষ্টানে সভাপতিত্ত করেন সংগঠনের সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক মকবুল হোসেন এর পরিচালনায়  টেলি কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লা২ আসনের সাংসদ সদস্য সেলিমা আহম্মেদ এম পি, টেলিকনফারেন্সে সংগঠনের দিক নিদিশনা মুলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন খন্দকার ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দীন, এ সময়ে নব নিবাচিত দুই বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়,সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জুলাই ২০২২-জুলাই ২০২৪ পযন্ত সভাপতি নিবাচিত হয়েছেন মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ সরকার ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সংগঠনের অনদের মধ্যে সিনিয়র সহসভাপতিসহ মোশাররফ হোসেন ফারুক, সহসভাপতি মনির হোশেন, সহসভাপতি আইয়ুব নবী,যুগ্ম  সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, মিজানুর রহমান, এ সময়ে কেক কেটে এম পি মহোদয়ের শুভ জন্মদিন পালন করা হয়,পরে আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, সংগঠনের নবনিবাচিত  সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহসভাপতিসহ মোশাররফ হোসেন ফারুক, সহসভাপতিসহ মনির হোশেন, সহসভাপতিসহ আয়ুব নবী, সাধারণত সম্পাদক মাসুদ সরকার, মাথাভাঙা ইউপির সাভেক চেয়ারম্যান নাজিরুল হক ভূইয়া, বাবর কান্দি দাখিল মাদ্রাসার সভাপতি আবদুল মান্নান সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক অলি উল্লাহ, সম্পাদক মন্ডলি ওমর ফারুক, সোহাগ, আল-আমিন, মোমিন মিয়া, আলী আহ্মেদ, হানিফ সরকার, রহমত আলী, প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন