২৬ বছরের পুরোনো মামলায় ২ বছরের কারাদণ্ড রাজ বব্বরের

জিবিনিউজ 24 ডেস্ক//

কংগ্রেস নেতা এবং চলচ্চিত্র অভিনেতা রাজ বব্বরকে ২৬ বছরের পুরোনো একটি মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। সরকারি কাজে বাধা দেওয়া ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় এই সাজা দেওয়া হয়েছে তাকে।

৬৫০০ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। রায় ঘোষণার সময় রাজ বব্বরও আদালতে উপস্থিত ছিলেন। ১৯৯৬ সালে রাজ বব্বর সমাজবাদী পার্টির সঙ্গে  যুক্ত ছিলেন এবং এসপির লোকসভা প্রার্থী ছিলেন। 

তিনি অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ সময় তার পোলিং বুথ অফিসারের  সঙ্গে কিছু কথা কাটাকাটি হয় এবং পরে হাতাহাতি হয়।

এই ঘটনায় রাজ বব্বরকে সাজা দিয়েছে লখনউয়ের সাংসদ বিধায়ক আদালত। একজন সরকারি আইনজীবী জানান, রাজ বব্বরকে দুই বছরের সাজাসহ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এর পর তাকে জামিনও দিয়েছেন আদালত। তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন রাজ বব্বর।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন