শনিবার মাইল এন্ড স্টেডিয়ামে ঈদ জামাতে অংশ নিতে পারেন ৫ হাজার লোক

gbn

জিবি নিউজ | 

শনিবার ৯ জুলাই, সকাল ৯:৩০ টায় মাইল এন্ড স্টেডিয়াম  (E14 7TW) এর সবুজ পার্কে অনুষ্ঠিত হবে ঈদের নামাজ। আনুমানিক ৫ হাজার লোক এতে অংশ নেয়ার মাধ্যমে ঈদ-উল-আযহা উদযাপন করবেন বলে আশা করা হচ্ছে।
ঈদ জামায়াতে ইমামতি করবেন টিভি ওয়ান এর পরিচালক এবং দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার এর ট্রাস্টি, শায়েখ আব্দুর রহমান মাদানী। কোরআন তেলাওয়াত ও তাকবীর পরিচালনা করবেন দারুল উম্মাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ কাজী আশিকুর রহমান।
ইসলামিক রিলিফের সহযোগিতায় ঈদ ইন্ দ্যা পার্ক কমিটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ঈদ জামায়াতে বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করা হবে।
স্টেডিয়াম এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য পায়ে হেঁটে এবং নিজেদের প্রেয়ারম্যাট সাথে করে নিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
মাইল এন্ড স্টেডিয়ামে আয়োজিত এই ঈদ উদযাপনে অংশ নিবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি “সারা বিশ্বে যারা ঈদ-উল-আযহা উদযাপন করছেন তাদেরকে শুভেচ্ছা” জানান।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “মুসলিম ক্যালেন্ডারে ঈদ-উল-আযহা একটি গুরুত্বপূর্ণ উদযাপন। এই উৎসব উদযাপন আমাদের সহানুভূতি, পরস্পরের সাথে ভাগাভাগি এবং ত্যাগের লালিত মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

 

“ঈদ আমাদের বৈচিত্র্য উদযাপন করার এবং টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি ও এর একতার অবিশ্বাস্য চেতনা উদযাপন করার সুযোগ দেয়।
“আমি আপনাদের সকলের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ও শান্তি কামনা করছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন