এনামুল হক আলম
ইকবাল হোসেন মাহমুদ এর পরিবারের পক্ষ থেকে দামিয়া, আব্দা,বছন্দর,রাজাপুর বাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
গত ০৮/জুলাই শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় ইকবাল হোসেন মাহমুদের নিজ বাড়ি আব্দায় এই খাদ্য সামগ্রী বিতরন।করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইকবাবাল হোসেন মাহমুদ এর সভাপত্বিতে ও বাবলুর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফজলুর রহমান,মেয়র মৌলভীবাজার পৌরসভা। বিশেষ অতিথি,হিসেবে উপস্তিত ছিলেন,সৈয়িদ এ,কে,এম,নজরুল ইসলাম,চেয়ারম্যান ৩ নং ভাটেরা ইউনিয়ন পরিষদ,বিষেশ অতিথি জনাব আছাদ হোসেন মক্কু সভাপতি জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা,সৈয়িদ সেলিম হক কাউন্সিলর ৮ নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা সহ এলাকার গন্যমান্য বেক্তি বর্গ উপস্তিত ছিলেন প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন