ঈদযাত্রায় সহযোগিতায় রেড ক্রিসেন্ট

জিবিনিউজ 24 ডেস্ক//

ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক আর নির্বিঘ্ন করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র অর্ধশতাধিক যুব ও স্বেচ্ছাসেবক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে সোসাইটির পক্ষ থেকে।

শ‌নিবার (৯ জুলাই) রেড ক্রিসেন্ট থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

সংস্থা‌টি জানায়, ঈদযাত্রা স্বস্তির ও আনন্দের করতে হ্যান্ডমাইক ও লিফলেট বিতরণের মাধ্যমে ট্রাফিক সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া, বয়স্কদের জন্য হুইল চেয়ারের মাধ্যমে রাস্তা পারাপারে সহযোগিতা করাসহ সব ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে এসব জায়গায় সোসাইটির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্রও খোলা হয়েছে। ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা মানুষদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা।

গত ৬ জুলাই থেকে রাজধানীর গুলিস্তান, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন সোসাইটির অন্তত ৮৫ স্বেচ্ছাসেবক।

এছাড়া রাজধানীর ফার্মগেট, বাংলামটর, বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে যত্রতত্র গাড়ি পার্কিং রোধ করে ট্রাফিক পুলিশকে যানজট নিরসনেও সহায়তা করছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।

ঈদ শেষে রাজধানী ফেরত মানুষদের ফেরার যাত্রাকে স্বস্তির করতে ১২ জুলাই থেকে সংস্থা‌টির স্বেচ্ছাসেবকদের এ ধরনের সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন