যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হাজী মোঃ বেলাল মিয়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৯ জুলাই শনিবার বিশ্বনাথের অলংকারীতে হাজী বাবরু মিয়া শপিং সিটিতে সলিমুল্লাহ ও নজিবুল্লাহ ওয়েলফেয়ার ট্রাষ্টের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ট্রাষ্টের বাংলাদেশ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী সিরাজের সভাপতিত্বে ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোঃ ফারুক আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মো: শামছুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
অনুষ্ঠানে এলাকার প্রায় একশত পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন