আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় গত ৮ জুলাই ব্রিকলেন মসজিদে। বিপুল সংখক উপাসকদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরি, অ্যাডভোকেট এমএ করিম, আব্দুস সালাম, নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আঙ্গুর আলি, ব্রিক মনে মসজিদের কোষাধ্যক্ষ হামিদুর রহমান চৌধুরী প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে জামাল খান, আব্দুল গাফ্ফার চৌধুরির ছেলে অনুপম চৌধুরী ও মেয়ে তনিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী এবং ইন্দিরা চৌধুরীর পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল গাফ্ফার চৌধুরীর ছেলে অনুপম চৌধুরী ও মেয়ে তনিমা চৌধুরী।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, মৌলানা মারুফ আহমেদ, মাওলানা মতিউর রহমান, হাফিজ সাজ্জাদুর রহমান ও হাফিজ মতিউল হক।
মিলাদের পরে যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে একুশে গানের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল গাফফার চৌধুরী মেয়ে তনিমা চৌধুরীর হাতে সংক্ষিপ্ত জীবনী প্রদান করে কমিটির পক্ষে সহ সভাপতি জামাল খান, কেন্দ্রীয় কমিটির আনসার আহমেদ উল্লাহ ও উপদেষ্টা মুক্তিযোদ্ধা লুকমান হোসেন। এই সময় আরোও উপস্থিত ছিলেন ব্রিক লেন মসজিদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী, ব্রিক লেন মসজিদের কার্যকরী সদস্য মোঃ ইলিয়াস, আরফিক আলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খসরু নোমান।
তারা উল্লেখ করেন প্রগতিশীল আন্দোলনের অগ্রগামী লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক আবদুল গাফ্ফার চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি আপোষহীন সমর্থন, যুদ্ধাপরাধের বিচার চাওয়া, জাতির পিতা ও তার পরিবারের সদস্য দের হত্যার বিচার চাওয়া থেকে শুরু করে বাংলাদেশে স্বাধীনতাবিরোধী আন্দোলন, উগ্রবাদীদের নেতৃত্বে সহিংসতার উত্থান ও বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবদুল গাফফার চৌধুরী বিশিষ্ট হয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন