জিবিনিউজ 24 ডেস্ক//
ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রণয় কুমার ভার্মাকে নিয়োগ দিচ্ছে নয়াদিল্লি। বর্তমানে তিনি ভারতীয় হাইকমিশনার হিসেবে ভিয়েতনামে নিযুক্ত আছেন।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম উইঅনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে লন্ডনে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় ঢাকায় পরবর্তী হাইকমিশনার হবেন প্রণয় কুমার ভার্মা।
অতীতে প্রণয় কুমার ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভারতের পারমাণবিক কূটনীতি দেখভালের দায়িত্বপ্রাপ্ত শাখা পরমাণু শক্তি বিভাগের আন্তর্জাতিক সম্পর্কের মহাপরিচালকও ছিলেন তিনি।
গত কয়েক দশকে সংযোগ থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের উত্থান ঘটেছে। হাইকমিশনার দোরাইস্বামীর মেয়াদে গত বছর ভারতের হাই-প্রোফাইল ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন। ওই সময় তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে অংশ নেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন