জিবিনিউজ 24 ডেস্ক//
আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানী ঢাকায় চলমান স্বপ্নের মেট্রোরেল প্রকল্পের একটি অংশ (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আগামী বছরের শেষ নাগাদ আরেক বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় মন্ত্রী এসব তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করা হবে। আর সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে বেকুটিয়া ও কালনা সেতু।
এক্সপ্রেসওয়ের কাজে গতি বেড়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ের কাজ আগে ধীরগতি ছিল, এখন গতি বেড়েছে। সরকার এই প্রকল্পের অর্থায়নের সমস্যাটা দূর করেছে।
ঈদে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন ছিল। কিছু কিছু ক্ষেত্রে সরকারি আদেশ মানা হয়েছিল, আবার কিছু কিছু আদেশ লঙ্ঘন করেও হাইওয়েতেও চলেছে মোটরসাইকেল। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু একসঙ্গে হয় না। যারা সমালোচনা করেন, বড় বড় কথা বলেন, তাদের একটা কাজ দেখান। যে কাজটা যানবাহন চলাচল সুবিধা করে দিয়েছে।
এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি। ঈদুল আজহার সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন