চট্টগ্রামে নতুন করে ৭৪ জন করোনায় আক্রান্ত

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪৩২টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ২ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ২ জন ও রাউজানে ১ জন। তবে আরেকজন কোন উপজেলার সে তথ্য জানা যায়নি। 

বুধবার (১২ জুলাই) চট্টগ্রামে ২২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ১৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন