জিবি নিউজ ডেস্ক ।।
বড়লেখা থানার বিশেষ অভিযানে জিআর মামলায় পরোয়ানাভূক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই নজরুল ইসলাম, এসআই স্বপন কান্তি দাস, এএসআই এরশাদ মিয়া, এএসআই আউয়াল ও এএসআই রাজিব রায় সঙ্গীয় ফোর্সসহ পৃথক ভাবে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আছকর আলী, পিতা- মৃত আব্দুল লতিফ, সাং গৎবাগ,আলী হোসেন মান্না ওরফে মান্না মিয়া, পিতা-আবুল হোসেন, সাং গৎবাগ,জহির উদ্দিন, পিতা- আব্দুর রউফ ওরফে কালা শাহ, সাং গৎবাগ, জুয়েল আহমেদ, পিতা ইলিয়াস আলী, সাং জোতিরবন্দ, আজিম উদ্দিন কুটই, পিতা-মৃত মইয়ব আলী, সাং কাঠালতলী।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, বড়লেখা থানা পুলিশের পাঁচটি পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার ১৪ জুলাই কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন