স্বস্তির বৃষ্টিতে স্বস্তির জয় মোহামেডানের

জিবিনিউজ 24 ডেস্ক//

তীব্র দাবদাহে অতিষ্ঠ দেশবাসী। আজ বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও উত্তর বারিধারা ম্যাচের দ্বিতীয় অর্ধ হয়েছে বৃষ্টির মধ্যে। স্বস্তির বৃষ্টিতে মোহামেডান ৩-০ গোলের সহজ জয় পেয়েছে। 

এ জয়ে ১৯ ম্যাচে মোহামেডানের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯। পুলিশেরও সমান ম্যাচে সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে মোহামেডান এগিয়ে থাকায় তারা পুলিশের চেয়ে টেবিলে এক ধাপ উপরে। 

বিগত দুই ম্যাচে গোল করা মোহামডোনের ফরিদপুরের ফুটবলার মোরসালিন এই ম্যাচে গোল পাননি। তবে গোল না পেলেও গোল করিয়েছেন এই কুশলী ফুটবলার। মোহামেডানকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। 

প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোলটি করেন নাইজেরিয়ান ওবিমনেকে। শেখ মোরসালিনের দারুণ এক পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নেন নাইজেরিয়ান ওবি মনেকে। তার নেয়া শট এক ডিফেন্ডারের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। বারিধারার খেলোয়াড়রা অফসাইডের দাবি জানালেও রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

dhakapost

বিরতির পর আরও দুই গোল করে শফিকুল ইসলাম মানিকের দল। ৭০ মিনিটে সাদেকুজ্জামানের ডান প্রান্তের ক্রসে অধিনায়ক সোলায়মান দিয়াবাতে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় গোলের পেছনে অবদান এই অধিনায়কের। দ্বিতীয়ার্ধের ইনজুরির দ্বিতীয় মিনিটে বক্সের মধ্যে তার দেয়া কাটব্যাক থেকে গোর করেন ওবি মনেকে।

মোহামেডান ম্যাচে প্রাধান্য বিস্তার করলেও বারিধারা গোলের দারুণ সুযোগ পেয়েছিল দুটি। ৮৬ মিনিটে বারিধারা ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করে। আরিফ খান জয় বক্সে প্রবেশ করে মোহামেডানের গোলরক্ষককে একা পেয়েও বল পোস্টের ওপর দিয়ে মারেন। ম্যাচের ২৫ মিনিটে বারিধারার মোস্তফা কারাবা বারিধারাকে প্রায় লিড এনেই দিচ্ছিলেন। তার বাধা হয়ে দাঁড়ান মোহামেডানের গোলরক্ষক আহসান হাবিব। বারিধারার এই হারে অবনমনের শঙ্কা আবার জেগে উঠল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। রেলিগেশন জোনে থাকা মুক্তিযোদ্ধা সংসদের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি। হাতে ম্যাচ রয়েছে মাত্র তিনটি। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন