নিখোঁজের ১৩ দিন পর বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার নিউইয়র্কে

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর আশফাকুল ইসলাম তৃপ্তি (১৮) নামের এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।    গত ১৩ সেপ্টেম্বর মা-বাবার ওপর রাগ করে তৃপ্তি জ্যাকসন হাইটসের এলমহাস্টের বাসা থেকে বেরিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেননি। ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির হাডসন নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তৃপ্তি আত্মহত্যা করেছে।    ২০১০ সালে মা-বাবার সঙ্গে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসে তৃপ্তি। হাইস্কুল থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশনের পর গত আগস্টে ভর্তি হয় নিউইয়র্ক ইউনিভার্সিটিতে। কিন্তু মহামারির কারণে ক্লাস শুরু হয়নি।    বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস-সংলগ্ন এলমহার্স্টে মা আশুরা বেগম ও বাবা আরিফুল ইসলাম তুহিনের সঙ্গে থাকত তৃপ্তি। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের বরিশাল সদরে। তৃপ্তির বাবা আরিফুল ইসলাম তুহিন নিউইয়র্ক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।    তৃপ্তির মা-বাবার দীর্ঘদিনের আশা ছিল যুক্তরাষ্ট্রে একটি বাড়ি কেনার। সেই স্বপ্নপূরণের অভিপ্রায়ে পেনসিলভানিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় একটি বাড়ি ক্রয়ের চেষ্টা করেন তিনি। এ নিয়ে তাদের একমাত্র সন্তান তৃপ্তির সঙ্গে মতানৈক্য দেখা দেয়। গত ১৩ সেপ্টেম্বর মা-বাবার সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে তৃপ্তি বাসা থেকে বের হয়ে যায়।    তিন দিনেও বাড়ি না ফিরলে তৃপ্তির পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। অবশেষে ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের পুলিশ তাদের জানায়, হাডসন নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। সেটি তাদের ছেলের কি না। এ সময় লাশের একটি ছবিও পাঠানো হয়। তা দেখে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা।    গত ২৮ সেপ্টেম্বর তৃপ্তির জানাজা জ্যাকসন হাইটস মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ নিউজার্সির মুসলিম কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন