জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজার জেলার বাসিন্দা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ছিটিয়ে থাকা প্রবাসীদের সংবর্ধনার আয়োজন করে চেম্বার অব কমার্স।
শনিবার (১৬ জুলাই) রাতে শহরের অভিজাত রাঙ্গাউটি রিসোর্ট হল রুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রামনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার ও হবিগঞ্জ আসনের মহিলা সংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রশাসক মিজবাউর রহমান পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীরা তাদের বক্তব্যে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এ সংবর্ধনার আয়োজন করায় চেম্বার সভাপতিসহ সর্বস্তরের চেম্বার পরিচালক ও সদস্যদের ধন্যবাদ জানান।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিদেশীদের উদ্দেশ্যে করে বলেন নারী টানে দেশের টানে বাড়ির টানে সব সময় যেন উনাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে সব সময় এসে ঘুরে যান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন