মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চোরাইকৃত মালামাল এবং তালা ও গ্রিল ভাঙার সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার দুপুরে শহরের ভানুগাছ সড়কের মেঘনা পেট্রোলিয়াম ডিপুর পাশে একটি ভাঙ্গারির দোকান থেকে পুলিশ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের বিরাহিমপুর এলাকার মৃত আমিন মিয়ার ছেলে আরিফ হোসেন (২৬) ও মুসলিমবাগ এলাকার মৃত নুরুল মিয়ার ছেলে মোজাম্মেল হক (১৮) বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এ দুই যুবককে গ্রেফতারের সময় আরিফের ভানুগাছ রোডস্থ ভাঙ্গারি দোকান থেকে বাসা-বাড়ি ও বিভিন্ন দোকানে চুরি করার সময় তালা এবং গ্রিল ভাঙ্গার কাজে ব্যবহৃত হাতুড়ি, লোহার শাবল, ডাই, রেঞ্জ, লোহার খাঁচা ও চোরাইকৃত ফ্রেস ব্র্যান্ডের ৫শ’ মিলি ৫ বোতল ও ২ লিটারের ৩ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার জানান, আটককৃত চোরদের একটি সঙ্ঘবদ্ধ দল রয়েছে। চোরাইকৃত মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামসহ আমরা তাদের আটক করেছি। তিনি আরো জানান, তাদের সাথে যারা যারা জড়িত আছে তাদেরকেও গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন