সৌদি আরব প্রতিনিধি ||
সৌদি আরব প্রবাসী আবদুল্লাহ বিন মাসুদ (১৬) সম্প্রতি গ্রীষ্মের ছুটিতে বাবা মায়ের সাথে বাংলাদেশে বেড়াতে গেলে বৃহস্পতিবার কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। আবদুল্লাহ জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের (ন্যাশনাল কারিকুলাম) এ দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আবদুল্লাহর মাতা একই প্রতিষ্ঠানের প্রভাষক। তাঁর বাবা মাসুদ হাসান জেদ্দায় একজন সমাজকর্মী ও সুপরিচিত ব্যক্তিত্ব। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখার সাবেক চেয়ারম্যান ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশিরের নাতি।
আবদুল্লাহর এ অকাল মৃত্যুতে বাংলাদেশ ইন্টারন্যাশনালস্কুল এন্ড কলেজ এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শিক্ষক,অভিভাবক ও ছাত্র ছাত্রীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন