জিবিনিউজ 24 ডেস্ক//
১৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এটি হবে চলতি বোর্ডের দ্বিতীয় এজিএম। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর কাওরান বাজারের সোনারগাঁ হোটেলে বেলা ১১টায় শুরু হবে এজিএমের মূল কার্যক্রম।
এজিএম উপলক্ষে আমন্ত্রিত কাউন্সিলরদের দাওয়াত দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে বিভাগীয় পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের উপস্থিতি নিশ্চিত করতে।
ঢাকার বাইরের কাউন্সিলরদের অনেকেই আগামীকাল সোমবার ঢাকায় আসবেন বলে বোর্ড সূত্র থেকে জানা গেছে। তাদের থাকার জন্য বিসিবির পক্ষ থেকে সোনারগাঁ হোটেলে কক্ষ বরাদ্দ করা হয়েছে।
ঢাকা পোস্টকে বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, বরাবরের মতো এবারের এজিএমে কাউন্সিলরদের জন্য উপহার রাখা হয়েছে। গত বছর উপহার হিসেবে প্রতিটি কাউন্সিলরকে এক লক্ষ টাকার একটি চেক ও সঙ্গে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছিল। এবার ল্যাপটপ থাকছে না, কমছে টাকার পরিমাণ। ল্যাপটপের পরিবর্তে একটি করে মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা উপহার হিসেবে রাখা হয়েছে।
বিসিবির এক পরিচালক বলছিলেন, ‘এবারের এজিএমে কাউন্সিলরদের জন্য একটা সম্মানী থাকবে আর গিফট হিসেবে একটা মোবাইল থাকবে। সবাই আসবে ধরেই আমরা জিনিসগুলো প্রস্তুত করছি। কেউ যদি কোনো কারণে না আসতে পারেন, সেটি পরবর্তীতে সিদ্ধান্ত হবে, তাদেরকে জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হবে নাকি তারা এসে নিয়ে যাবে।’
ঢাকা পোস্টকে বোর্ডের আরেক কর্তা বলেন, ‘কাউন্সিলরদের সবার সঙ্গে আমাদের বছরে এই একবারই দেখা হয়। অনেকটা পুনর্মিলীর মতো। এজন্য বোর্ডের পক্ষ থেকে তাদের জন্য উপহার হিসেবে একটা কুপন থাকছে।’ মূলত এই কুপনেই মিলবে উপহার।
এজিএমে আমন্ত্রিত কাউন্সিলরের সংখ্যা প্রায় ১৬৬ জনের কাছাকাছি। কয়েকজন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, অনেকেই ব্যক্তিগত কারণে এদিন উপস্থিত থাকতে পারবেন না। অনেকেই দেশের বাইরে থাকায় এজিএমে যোগ দিতে পারবেন না। যারা আসবেন, তাদের থাকার জন্য বন্দবস্ত করা হয়েছে বোর্ড থেকে।
এক পরিচালক বলেন, ‘আশা করছি যারা দেশে আছেন তারা সবাই আসবে। আমরা ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে সবাইকে ইনফর্ম করেছি। যারা দূরে থাকেন তারা আগামীকাল চলে এসে এখানে হোটেলে উঠবেন। সবকিছুর ব্যবস্থা করা আছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন