জিবিনিউজ 24 ডেস্ক//
বাংলাদেশে উৎপাদিত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
রোববার (১৭ জুলাই) বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক এ তথ্য জানিয়েছে।
গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ও রেগুলেশন) মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, আজকে আমরা অনুমতির বিষয়টি জানতে পেরেছি। কবে মানবদেহে বঙ্গভ্যাক্স প্রয়োগ করা হবে বা সার্বিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে; তা আমরা পরে জানিয়ে দিব।
তিনি আরও বলেন, অনুমতির বিষয়টি আমরা আজ রবিবার মৌখিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে এখনো লিখিত ডকুমেন্ট পাইনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন