জিবিনিউজ 24 ডেস্ক//
আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাসচিব দাতো লিম জক হোয়ে।
সোমবার (১৮ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জাকার্তায় আসিয়ান সচিবালয়ে সংস্থাটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এমন আশ্বাস মেলে সংস্থা প্রধানের কাছ থেকে।
ড. মোমেন আসিয়ানের মহাসচিবকে বাংলাদেশের গৃহীত বিভিন্ন সেক্টরাল উদ্যোগ সম্পর্কে জানান। তিনি আসিয়ানের আসন্ন বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আসিয়ানের মহাসচিব সংস্থাটির সঙ্গে আরও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান। তিনি মোমেনকে জানান, সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো থেকে যেন বাংলাদেশ সহযোগিতা পায়, সে বিষয়টি তিনি সমন্বয় করবেন।
ড. মোমেন বাংলাদেশ-আসিয়ান অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক একটি সংক্ষিপ্ত বিবরণ মহাসচিবকে দেওয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের মধ্যে আরও সম্প্রসারিত অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে অযৌক্তিক বিলম্বের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানান। তিনি আর কোনো বিলম্ব ছাড়াই প্রত্যাবাসন শুরুতে আসিয়ানের সক্রিয় সমর্থন চান।
ড. মোমেন আসিয়ান মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ছোট একটি প্রতিনিধি দল নিয়ে রোববার (১৮ জুলাই) ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস রয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন