বোরহান উদ্দিন সোসাইটির ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচীর স্বেচ্ছাসেবকদের ও সংগঠনের প্রবাসী নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

এস এম ফজলু || জিবি নিউজ | মৌলভীবাজার ||
প্রায় দেড় যুগ ধরে মৌলভীবাজারের শিক্ষা ও সমাজ উন্নয়নে আত্ননিবেদিত  সামাজিক ও মানবিক  সংগঠন, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি, (বিআইএস) মৌলভীবাজার। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা কর্মসূচী ২০২২ এর স্বেচ্ছাসেবকদেরকে এবং সংঠনের প্রবাসী উপদেষ্টা ও আজীবনবৃন্দকে  সংবর্ধনা প্রদান । 
 ১৭জুলাই ২০২২ খ্রিঃ সন্ধ্যা ৭ টায় স্থানীয় রেষ্ট-ইন রেস্টুরেন্টের কনফারেন্স হলে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব -এর সভাপতিত্বে ও যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু  -এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার  মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিনুল হক, সংগঠনের প্রবাসী উপদেষ্টা ও আজীবন সদস্য বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান গোফরান চৌধুরী  সোহান আহমদ টুটুল, মনোয়ার আহমদ রহমান, কামরুজ্জামান খান, মোঃ সাইফুর রহমান।আজীবন সদস্য জালাল রাব্বি অয়ন,
 জেলা দাপন কাপন ও সৎকার টিমের টিম মেম্বার মোঃ জাকির হোসেনকে প্রবাস গমন ও সাংগঠনিক কার্যক্রম কে প্রযুক্তির মাধ্যমে প্রচার প্রসারের বিশেষ ভূমিকা রাখায় শেখ তোফায়েল আহমদকে  সংবর্ধনা প্রদান করা হয়। 
এসময় বক্তারা বলেন অক্লান্ত, পরিশ্রম ও ত্যাগের কারণে, এই কর্মসূচী  সফল ও সার্থক করে মৌলভীবাজারসহ দেশও বাসীকে দেখিয়ে দিয়েছে তরুন সমাজই দেশ ও জাতির কল্যাণে অতিথিতের মতো বর্তমান ও ভবিৎষতে আর্ত-মানবতার কল্যাণে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন
মহাসচিব মিজানুর রহমান রাসেল,জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষার পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শাহ রাজুল আলী, ,দপ্তর সচিব সিরাজুল হাসান, সমাজকল্যান সচিব এম জুনেদ আহমদ, আব্দুল মুমিন খান, খান,মোঃরেজাউল ইসলাম রাজ,আব্দুল মুত্তাকিন শিবলু, ইয়াসিন তালুকদার, ওমর ফারুক নাঈম, মাহবুবুর রহমান অপু, তৌফিক আলম নাঈম,কামরুল হাসান,তিতুমীর আহমদ,রেদওয়ান আহমদ,হায়দার আলী নয়ন,আজিজুল ইসলাম নাঈম, শেখ এ এস দেওয়ান,রাহুল আহমদ, ,শেখ মোহাম্মদ খায়রুল আমিন, মারুফ আহমদ খান পাভেল, নাঈম সানী,,মাহদী হাসান নোমান,কামরুল ইসলাম তপু,আবুল মাসুম রনি , সজল আহমদ,জিয়াউল হক,শেখ মেহেদি হাসান, সবুজ আহমদ,শান্ত আহমেদ মামুন,  শেখ মোহাম্মদ  মারুফ,জামিল আহমদ,  ওয়ালিউর রহমান, মোঃ রেজাউল করিম রাফি, মাসুম আহমদ রাফি,শেখ তামজিদ আহমদ অভি,রাহাত আহমদ, রিপন আহমদ,  মোঃ মাহি উদ্দিন, শাহ সজলু আহমদ, রাহাদ খান রাফি,অংকন দাশ রাতুল, মোহাম্মদ আল আমিন, যাহেদ আহমদ হাছান,আব্দুল্লাহ আল মুহাইমিন রমি,সোহানুর রহমান, ফয়ছল আহমদ শাহী,আব্দুল কাইয়ুম, জোবায়ের আহমদ তায়েফ, মোঃ ফরজান মিয়া,মোঃ আবু হুরায়েরা জাবেদ,সৈয়দ নজরুল ইসলাম আমান,পিয়াল দেবনাথ, সৈয়দ মিনহাজ হক,মোঃ নাজিবোর হাসান নাফিজ,আব্দুল জালাল জয়, জাহিদুল ইসলাম রাকিব,  প্রমুখ।

 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিন দিনব্যাপী ট্রাফিক পুলিশ কর্মসূচির ৫টি টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহায়তা প্রদান করেন, তার মধ্যে সেরা টিম নির্বাচিত হয় মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম এলাকার স্বেচ্ছাসেবী টিম। 
 প্রবাসী নেতৃবৃন্দকে  ও ট্রাফিক পুলিশকে সহয়তা প্রদানকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নৈশভোজ -এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন