জিবিনিউজ 24 ডেস্ক//
সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো রোববার। বৈঠক শেষে একটি যৌথ প্রেস বিবৃতি জারি করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সঙ্গে প্রাসঙ্গিক একাধিক ইস্যুতে গঠনমূলক আলোচনা ধারাবাহিকভাবে চলবে। ভারতের দিকে চুশুল-মলদো সীমান্তে কর্পস কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, উভয়পক্ষের মধ্যে খোলাখুলি ও গভীরতর আলোচনা হয়েছে। দুপক্ষই জোরের সঙ্গে বলেছে, বাকি ইস্যুগুলোতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে এ দ্বিপাক্ষিক আলোচনা যথেষ্ট কার্যকরী হবে।
উভয়পক্ষই ওই অঞ্চলে সুরক্ষা ও স্থিতাবস্থা বজায় রাখতে রাজি হয়েছে। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেও রাজি হয়েছে। পাশাপাশি তারা নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা জারি রাখতেও রাজি হয়েছে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় কয়েক বছর আগেই দুপক্ষের মধ্যে পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছিল। তবে সীমান্তে যাতে শান্তি বজায় থাকে, সে কারণে একের পর এক আলোচনা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন