এ বছরই পিটিএ সই করতে চায় ঢাকা-জাকার্তা

জিবিনিউজ 24 ডেস্ক//

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। 

সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উভয় মন্ত্রী চলতি বছরই পিটিএ সই করার বিষয়ে সম্মত হন।

দুই মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করেন। ড. মোমেন জাকার্তার সঙ্গে ঢাকার বাণিজ্য ব্যবধান কমাতে পিটিএতে তৈরি পোশাক অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।

উভয় মন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মধ্যে বিনিময় ও যোগাযোগ আরও বাড়ানোর ওপর জোর দেন।

একইদিন মন্ত্রী জাকার্তায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে বক্তব্য দেন। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার বিপুল সংখ্যক ব্যবসায়ী ও উদ্যোক্তা এবং বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. মোমেন তার বক্তব্যে গত এক দশকে বাংলাদেশের অর্জিত অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

তিনি পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন খাতে ইন্দোনেশিয়ান এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিরাজমান অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি ব্যবসায়ীদের সুযোগগুলো কাজে লাগাতে এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে অবদান রাখার আহ্বান জানান।

এরপর মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাকার্তায় বাংলাদেশ দূতাবাস কর্তৃক একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন