কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত

জিবিনিউজ 24 ডেস্ক//

কানাডায় এ পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। বুধবার দেশটির পাবলিক হেলথ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

দেশটির কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে ২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

বুধবার কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে সম্প্রদায়-ভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে।

পাবলিক হেলথ এজেন্সি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে।

ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করছে। পাশাপাশি জিনোম সিকোন্সিং করছে।

মাঙ্কিপক্স সংক্রামক রোগ বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’র দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদদের থেকে।

এর উপসর্গ স্মল পক্সের সঙ্গে মেলে। তবে মাঙ্কিপক্সের প্রভাব স্মল পক্সের মতো ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন