পুতিনের অসুস্থতার গুজব উড়িয়ে দিল সিআইএ

জিবিনিউজ 24 ডেস্ক//

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতাজনিত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেসবকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য কলরাডোয় ‘অ্যাসপেন সিকিউটি ফোরাম’ নামের একটি সংস্থার আলোচনা সভায় অতিথির বক্তব্যে সিআইএ প্রধান বলেন, ‘চারদিকে গুজব রটেছে—প্রেসিডেন্ট পুতিন অসুস্থ। এটি পুরোপুরি ভুয়া সংবাদ। তিনি মোটেও অসুস্থ নন; বরং আমাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য বলছে, তার শারীরিক অবস্থা বর্তমানে খুবই ভালো।’

এদিকে একই দিন পুতিনের অসুস্থতার সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভও।

বৃহস্পতিবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, ‘গত দু-তিন মাস ধরে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তথাকথিত তথ্য বিশেষজ্ঞরা আমদের প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিভিন্ন গুজব রটিয়ে বেড়াচ্ছে। এসব গুজবের কোনো ভিত্তি নেই; পুরোপুরি ভুয়া।’

নিয়ন্ত্রণ-ভীতি প্রদর্শন-সমতায় বিশ্বাসী পুতিন

এক সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তা হিসেবে মস্কোতে ছিলেন বার্নস। সেই সূত্রে দুই দশকেরও বেশি সময় পুতিনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। আলোচনা সভায় নিজের সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন সিআইএর বর্তমান পরিচালক।

‘পুতিন শুরু থেকেই নিয়ন্ত্রণ, ভীতি প্রদর্শন ও সমতায় বিশ্বাস করেন এবং গত এক দশকে একদিকে এসব বিষয়ে তার বিশ্বাস যেমন দৃঢ় হয়েছে, তেমনি সংকুচিত হয়েছে তার উপদেষ্টাদের সংখ্যা।’

Burns

 সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস, ছবি : বিবিসি

‘তিনি বিশ্বাস করেন, রাশিয়ার নেতা হিসেবে তার দায়িত্ব বা লক্ষ্য হলো বিশ্ব রাজনীতিতে নিজের দেশকে খুবই শক্তিমান ও প্রভাবশালী দেশ হিসেবে হাজির করা। এক্ষেত্রে প্রথমে তিনি আশপাশের বিভিন্ন রাষ্ট্রকে রাশিয়ার প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আর এটা তখনই পরিপূর্ণভাবে সম্ভব হবে— যখন ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে।’

দীর্ঘদিন মস্কোতে থাকা ও কাজের সুবাদে সেখানকার কয়েক জন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে উইলিয়াম বার্নসের। ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রুশ বাহিনী ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর আগে গত বছর নভেম্বরে মস্কো সফরে গিয়েছিলেন তিনি। আলোচনা সভায় সে অভিজ্ঞতাও তুলে ধরেন সিআইএ পরিচালক।

‘আমি মস্কোতে গিয়েছিলাম সেখানকার সরকারি কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিতে যে রাশিয়া যে ইউক্রেনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তার তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে আছে এবং যদি সত্যিই রুশ বাহিনী হামলা করে বসে— তাহলে সেটি খুবই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে।’

‘কিন্তু তাদের সঙ্গে আলোচনা করে বুঝলাম যে আমার সতর্কবার্তায় কোনো কাজ হবে না। যে পরিমাণ উদ্বেগ নিয়ে আমি মস্কো গিয়েছিলাম, তার চেয়েও বেশি উদ্বেগ নিয়ে আমাকে যুক্তরাষ্ট্রে ফিরতে হয়েছে।’

‘কিছুটা ত্রুটিযুক্ত পূর্বানুমান, বাস্তব বিভ্রান্তি এবং তথাকথিত পশ্চিমা শক্তিকে প্রতিরোধ করতে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছেন পুতিন। এছাড়া তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে, সত্যিকার অর্থে ইউক্রেন কোনো দেশ নয়। আমি যখন কর্মসূত্রে মস্কোতে ছিলাম, বহুবার তাকে এ কথা বলতে শুনেছি।’

‘যাই হোক, একটি সত্যিকার দেশ তার স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর হামলা হলে রুখে দাঁড়ায়। অভিযানরত রুশ বাহিনী অভিযান শুরুর পর ইউক্রেনীয়রাও তা ই করেছে।’

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার ‍দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন