‘সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশন’ বা এসবিএ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক চ্যারিটি ‘ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২

ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কাছে ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। এবার সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে সাউদাম্পটনে অনুষ্ঠিত হলো এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ‘সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশন’ বা এসবিএ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এ চ্যারিটি ‘ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২২’। সাউদাম্পনের একটি ভেন্যুতে গত ১৯ জুলাই তিনটি ক্যাগাটরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র ইউকে থেকে আগত খেলোয়াররা তিনটি বিভাগে বিভক্ত হয়ে এ টুর্ণামেন্টে অংশনেন। ই বিভাগে ৩৪টি দল, ডি বিভাগে ২৭টি দল এবং এ বিভাগে ৮ টি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় ই গ্রæপে চ্যাম্পিয়ন হন মামুন ও সাকিব জুটি, রানারাপ হন শ্যামল ও এনাম জুটি, তৃতীয় হন বুরহান ও মিথুন জুটি এবং চতুর্থ হন ফুয়াদ ও সাগর জুটি। ডি গ্রæপে চ্যাম্পিয়ন হন আলী ও এরশাদ জুটি, দ্বিতীয় হন স্বপন ও ফয়সল জুটি, তৃতীয় হন সাকিব ও ইব্রাহীম জুটি এবং চতুর্থ হন মারুফ ও সাকিব জুটি। টুর্ণামেন্টের এ ক্যাটাগরিতে রেহান ও সাকিব জুটিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হন সোহান ও সিয়াম জুটি। টুর্ণামেন্টে বিজয়ীদেরকে ট্রফি এবং নগদ অর্থ, পুরুষ্কার দেয়া হয়। টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিএ এর সভাপতি মুকিত আহমদ শওকত। এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক শাহজান মল্লিকের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহান চৌধুরী, সহ সভাপতি মামুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক খালেদুর রহমান সামুন, কোষাধ্যক্ষ মোস্তাক আহমদ, মারুফ আহমদ, মাছুম আহমদ সহ এসোসিয়েশনের সদস্য ও অতিথিবৃন্দ। চ্যারিটি এ টুর্ণামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিলেন, লিমা লিগ্যাল সার্ভিসেস, করিয়ান্ডার লাউঞ্জ সাউদাম্পটন, আহমেদ ড্রাইভিং স্কুল সহ আরও অন্যান্য প্রতিষ্ঠান। এ টুর্ণামেন্ট থেকে প্রাপ্ত তহবিল, বৃহত্তর সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হবে।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন