জিবিনিউজ 24 ডেস্ক//
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এবং রিও ডি জেনেইরো চেম্বার অব কমার্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্রাজিলের স্থানীয় সময় বুধবার (২০ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে এ স্মারক সই করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান, বাণিজ্য প্রতিনিধিদলের সফর, উদ্ভাবন ও গবেষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার বিষয়ে প্রতিনিধিত্বকারী সংগঠন দুটি একমত পোষণ করেছে।
ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সমঝোতা স্মারকটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন উল্লেখ করেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সরাসরি সম্পৃক্ততা ছাড়াই বর্তমানে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ফলে ব্রাজিলের অন্যতম বৃহৎ চেম্বারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এ সমঝোতা স্মারক স্বাক্ষর উভয়মুখী বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ব্রাজিল বাংলাদেশ দূতাবাস আগামী দিনগুলোতেও দুই দেশের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন।
থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট কার্লোস ইভানের সঙ্গে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাজিল সফরের তৃতীয় দিন সকালে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট কার্লোস ইভান সিমনসেন লিলের সঙ্গে একটি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অর্জন এবং এ অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদানের বিষয়ে আলোকপাত করেন।
ইভান সিমনসেনের প্রশ্নের আলোকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী এফজিভির প্রেসিডেন্টকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, কৃষি বিপ্লব এবং উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের সাফল্যের বিষয়ে গবেষণা করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন