জিবিনিউজ 24 ডেস্ক//
ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার (২৬ জুলাই) ২ দফায় প্রায় ৬ ঘণ্টা তাকে জেরা করেন ইডি কর্মকর্তারা। বুধবারও (২৭ জুলাই) তাকে হাজিরার জন্য তলব করেছে ইডি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ইডির তলবে সাড়া দিয়ে কেন্দ্রীয় সংস্থার দপ্তরে এসেছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি।
মঙ্গলবার বেলা ১১টা নাগাদ মা সোনিয়া গান্ধীকে ইডি দপ্তরে পৌঁছে দেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। পরে দুপুরে তিনি বেরিয়ে আসেন ইডির দপ্তর থেকে। সে সময় মনে করা হয়েছিল, আজকের মতো তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে। কিন্তু পরে তিনি আবারও ফিরে আসেন। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ইডির দপ্তর থেকে বের হয়ে বাড়ি যান সোনিয়া। ইডির দপ্তরে এদিনও সারাক্ষণ হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। মায়ের সব ওষুধপত্র নিয়ে অন্য ঘরে অপেক্ষমাণ ছিলেন তিনি।
কংগ্রেস নেতাকর্মীরা বিক্ষোভ করতে পারেন এমন বিষয় আঁচ করতে পেরে এদিন আগেভাগেই ইডি কার্যালয়ের আশপাশে নিরাপত্তার কড়া বেষ্টনী রাখা হয়। সোনিয়া সেখানে প্রবেশের পর সংসদে ফিরে যান রাহুল গান্ধী। সেখানে সংসদ সদস্যদের নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। তাদের অভিযোগ, ইডির ‘অপব্যবহার’ হচ্ছে। কংগ্রেস সংসদ সদস্য অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক এমপির হাতে থাকে পোস্টার স্পষ্ট লেখা ছিল-ইডির অপব্যবহার বন্ধ হোক।
পরে মিছিল রাষ্ট্রপতি ভবনের দিকে এগোতে গেলেই বাধা দেয় পুলিশ। কংগ্রেস এমপিদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। রাহুল গান্ধীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন