জিবিনিউজ 24 ডেস্ক//
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে হত্যার হুমকি দিয়েছিলেন মানবিন্দর সিং নামে এক যুবক। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
মানবিন্দর সিংয়ের দাবি ক্যাটরিনা কাইফের অন্ধ ভক্ত তিনি। ক্যাটরিনাকে বিয়ে করতেও চান তিনি। সোশ্যাল মিডিয়াতে ক্যাটরিনার সঙ্গে ফটোশপ করা ভিডিও এবং ছবি পোস্ট করতেন তিনি। তবে গত কয়েকদিনে পরিস্থিতি অন্যরকম হলে পুলিশের কাছে অভিযোগ যায়, যার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়।
কিছু দিন আগেই সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়। যদিও অভিনেতা সে কথা অস্বীকার করেন। তবে তার বাড়ির সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তার আগে অভিনেত্রী স্বরা ভাস্করও হত্যার হুমকি পেয়েছেন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার বাড়িতে উড়ো চিঠি রেখে যান। ছাপার অযোগ্য ভাষায় লেখা ছিল সেই চিঠি। আর নাম হিসেবে লেখা ‘দেশ কা নওজাওয়ান’।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন