মাদরাসাতুল হাসানাইন সিলট’র উদ্দ্যোগে লন্ডনে ফান্ড রেইজিং আপডেট ইভেন্ট

gbn

জিবি নিউজ || লন্ডন ||

২৪ জুলাই রবিবার দুপুর ২টায় লন্ডনের একটি রেস্টুরেন্ট মাদরাসাতুল হাসানাইন সিলেট ‘র  উদ্দ্যোগ গত রামাদ্বানে চ্যানেল এসে অনুষ্টিত ফান্ড রাইজিংয়ের আপডেট প্রদান উপলক্ষ্যে এক কমিউনিটি ইভেন্ট অনুষ্টিত হয়। 

কুরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে এবং হাসানাহ এইডের চেয়ারম্যান জনাব গাজী বকুল মিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্টানটি শুরু হয়। 

দু পর্বে অনুষ্টিত ইভেন্টের প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন হাসানাহ এইডের সভাপতি জনাব গাজী বকুল মিয়া। মাদরাসাতুল হাসানাইন সিলেট’র পরিচিতি ও গত রামাদানের ফান্ড রেইজিংয়ের আপডেট প্রদান করেন প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ শাব্বীর আহমাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন গত রামাদ্বানে মাদরাসার জন্যে বৃটেনের কমিউনিটি থেকে ৯৮,৭৫৩ পাউন্ডের কমিটমেন্ট পাওয়া গেছে। 

অনুষ্ঠানের ২য় পর্বে আগত মেহমানদের বক্তব্য ও বিশেষ কিছু সম্মানা সার্টিফিকেট প্রদান করা হয়। বক্তব্য রাখেন শায়খ খিজির হোসাইন, কাউন্সিলর ওহিদ আহমাদ প্রমুখ। 

যারা গত রামাদ্বানে হাফিজা, আলিমা, মাদরাসার রুম তৈরী এবং লাইফ মেম্বার স্পন্সরশীপ নিয়েছেন , এমন ৭৫জন সম্মানিত ডুনারদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

মাদরাসার ফান্ড রেইজিংয়ে সহযোগিতার জন্যে হাসানাহ এইডের পক্ষথেকে অনুষ্ঠানের প্রধান অতিথি চ্যানেল এসের ফাউন্ডার জনাব মাহি ফেরদাউস জলিলকে বিশেষ সম্মানা স্মারক প্রদান করা হয়। আরো ও বিশেষ সম্মাননা দেয়া হয় যথাক্রমে চ্যানেল এসের সিইও তাজ চৌধুরী, হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খাঁন, তা’লিমুল কুরআনের প্রডিউসার আহাদ আহমদ, কনসালটেন্স হাসান রহমান ও পোস্ট প্রডাকশন কামরুল হাসান প্রমুখকে। 

শায়খ শামসুল হক, ও শায়খ আবুল হোসাইনকে হাসানাহ এওয়ার্ড প্রদান করা। 

অনুষ্টানে আগত সকল মেহমানদেরকেও সম্মাননা কাপ প্রদান করা হয়। 

 উক্ত অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্হিত ছিলেন টাওয়ার হামলেটস কাউন্সিল অব মস্কের সম্মানিত চেয়ারম্যান শায়খ শামছুল হক, ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম শায়খ আবুল হেসাইন, শায়খ খিজির হোসাইন, কাউন্সিলর ওহিদ আহমাদ, আরিয়ানা গার্ডেনের তোফায়েল আহমাদ সহ কমিউনিটির অনেক  নেতৃত্বস্হানীয় ব্যক্তিবর্গ। 

পুরুষ ডুনারদের পাশাপাশি মহিলা ডুনারদের  উপস্হিতি ছিলো মাদরাসার জন্যে আশাজাগানিয়া। পৃথক ব্যবস্হাপনায় মহিলা ডুনারগনও অনুষ্ঠানটি উপভোগ করেন। 

বক্তাগণ মাদরাসাতুল হাসানাইন সিলেট’র কার্যক্রম ও পরিকল্পনা শুনে সন্তুস প্রকাশ করেন। এবং শিক্ষিত সমাজ গঠনে মহিলাদের ভুমিকা নিশ্চিত করনে হাসানাইনের সকল কার্যক্রমের সাথে একাতত্বা প্রকাশ করেন। মুসলিম কমিউনিটিকে হাসানাইনের পাশে থাকার উদ্বাত্ব আহবান জানান। 

সমাপনী বক্তব্যে শায়খ শাব্বীর আহমাদ উপস্হিত ডুনার ও সকল মেহমানদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের কাছে মাদরাসার জন্যে দোয়া ও সহযোগিতার আহবান করেন। 

দুপুরের আপ্যায়ন ও শায়খ শামসুল হকের দোয়ার মাধ্যমে  সভার সমাপ্তি হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন